ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র” নিহত ।
২১ সেপ্টেম্বর বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুরে গুড়দহ ইটভাটার সংলগ্ন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শেখ হাসিনা পদ্মপুকুর কলেজ ছাত্র গোলাম রসুল (২১) নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের মানিকদিহি গ্ৰামের মনিরুল ইসলামের ছেলে গোলাম রসুল এইচ এসসি পরীক্ষার্থী। সে আলফাতুন্নেছা কলেজের শিক্ষার্থী। গোলাম রসুল দীর্ঘদিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলো। শেখ হাসিনা পদ্মপুকুর কলেজ যাবার পথে গুড়দহ রোডে ইট ভাটা সংলগ্ন মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের পস্তুতি চলছিলো।