রাজশাহী তানোরের সরঞ্জয় ইউনিয়নের সরকারপাড়া গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা
রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের সরকার পাড়া গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা করা হয়েছে। তানোর এরিয়া প্রোগ্রাম, ওলার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ২০ সেপ্টেম্বর বুধবার সরকারপাড়া গ্রামকে আনুষ্ঠানিকভাবে পরিবেশবান্ধব ঘোষণা উদযাপন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এপির ম্যানেজার বিমল জেমস কস্তার সভাপতিত্বে ও সিনিয়র প্রোগাম অফিসার সন্জিব গাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান,প্যানেল চেয়ারম্যান সোয়াইবুর রহমান,ইউপি সদস্য আঃ রাজ্জাক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।
সভায় বক্তারা বলেন, সবাইকে সু-স্বাস্থ্য নিয়ে সুন্দর পরিবেশে বসবাসের জন্য পরিবেশবান্ধব সুন্দর পরিবেশ গড়ে তোলতে হবে। পরিবেশ বান্ধব নয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।