চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ৫ টি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন
২০ সেপ্টেম্বর বুধবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অত্র এলাকার জাতীয় সংসদ সদস্য বাঙাবাড়ি ইউনিয়নে ৫টি উন্নয়ন মূলক কাজের ভিত্তি ফলক উম্মোচন করেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু , গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন,বাঙাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাদরুল ইসলাম ও আজাহার আলী, আলিনগর ইউপির সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
তিনি বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুরে মহানন্দা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং সেখানে তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেন। পরে ব্রজনাথপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন। এরআগে তিনি ওই এলাকায় ২ টি রাস্তা, ১টি ড্রেন ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।