1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজাধিরাজ – এম, আলমগীর হোসেন অদৃশ্য মানব – আব্দুস সাত্তার সমান  ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদ সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ চারঘাট থানা পুলিশের অভিযানে ৮১০ বোতল ফেনসিডিল উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ                                ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক। দৈনিক নয়া কণ্ঠ                                 মহানবী – মহসিন আলম মুহিন বালাগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে আতাউর রহমানের অভিনন্দন। দৈনিক নয়া কণ্ঠ সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ। দৈনিক নয়া কণ্ঠ                            তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ                                     তানোরের খাদ্যবান্ধব কর্মসুচির চাল আত্মসাৎ। দৈনিক নয়া কণ্ঠ

শেরপুরের শ্রীবরদীতে জনসচেতনতা মূলক “বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পঠিত

 

শেরপুরের শ্রীবরদীতে জনসচেতনতা মূলক “বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে

শেরপুর প্রতিনিধি ঃ মোঃ শহিদুল ইসলাম

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধের জন্য সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর)
শ্রীবরদী থানাধীন করুয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা বলে হুশিয়ারি করেন। আর যদি কেউ সম্পৃক্ত হলে তাকে চরম মূল্য দিতে হবে বলে জানান।

তিনি, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে হয়ে অপমৃত্যু প্রতিরোধে লক্ষ্যে জেলাব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পিতা-মাতার ভরণপোষণ আইন ও বিভিন্ন সমাজিক সমস্যা নিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ্য করে বলেন, ‘সামনে শারদীয়া দুর্গাৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কুচক্রী স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। এই বিষয়ে জেলা পুলিশ তৎপর এবং সাম্প্রদায়িক অস্থিরতার বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান।

পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই বিট পুলিশিং সমাবেশ বলে উল্লেখ করেন। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা পুলিশ সুপার মহোদয়ের সরকারি নম্বর অথবা থানার অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কাইয়ুম খান সিদ্দিকী’র সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ.ডি.এম শহিদুল ইসলাম, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ফিরোজ খান নুন, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ জলিল, গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আশিকুর রহমান, শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি জনাব মোঃ আব্দুল কাদির, কুড়িকাহনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ মোজাম্মেল হক প্রমুখ।

বিট পুলিশিং সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
  1. ২০২৩ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD