পোরশায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
পোরশা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলা নববর্ষের উদ্দেশ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
আজ সোমবার সকালে মহিষের গাড়ি দিয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদদানের সভাপতিত্বে এ শোভাযাত্রা শুরু করা হয়। শোভাযাত্রায় মহিষের গাড়ি নিয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, থানা কর্মকর্তা, সহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষ সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।
শিক্ষার্থীরা হলুদ শাড়ি পড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অপরদিকে কেউ কেউ ঐতিহ্যবাহী গরুর গাড়ি মহিষের গাড়ি, জেলে চাষী সেজে অনুষ্ঠানে ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।