নতুনের আশায়
মহসিন আলম মুহিন
পুরাতন বর্ষ বিদায় নতুনের আগমন,
খুশীতে নাচে হিয়া, নাচে তাই তনু মন।
ঝরা-খরা, রোগ-ব্যাধি, যাক সব দূরে সরে,
আসুক ভালো যত আগামীর কোল জুড়ে।।
কাঁধে কাঁধ, হাতে হাত, থাকি যেন শান্তিতে,
হিংসা-বিদ্বেষ ভুলে 'বসবাস একসাথে।
নতুন নতুন কাজ, নতুন বছর-নতুন আশা,
প্রভুর কাছে প্রার্থনা-দূর হোক সব হতাশা।।