পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ইলিশ অভিযানে ৪০০ মিটার বাঁধ উচ্ছেদ
শিমুল তালুকদার, সদরপুর থেকে:
জাটকা নিধোন রোধ করতে ০৯/০৪/২০২৫ তারিখ বুধবার বিকাল ৩:০০ টা থেকে সন্ধ্যা ৮:০০ টা পর্যন্ত উপজেলার শিমুলতলী ঘাট সংলগ্ন পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদের সংযোগ স্থলে জেঁকে বসা জাটকা ধরার অবৈধ বাঁধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকারের দিকনির্দেশনায় সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই অভিযান পরিচালনা করা হয়।
বাঁধে কোনাজালের ফাঁদ পেতে জাটকা নিধোন চলছিল বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ জানানো হয়। যার ভিত্তিকে দ্রুত পদক্ষেপ গ্রহণপূর্বক উক্ত অভিযান পরিচালনা করে সদরপুর উপজেলা প্রশাসন ও সদরপুর উপজেলা মৎস্য দপ্তর। উক্ত অভিযানে আনুমানিক ৪০০ মিটার দীর্ঘ বাঁধ উচ্ছেদ করা হয় এবং ৩০০ মিটার অধিক কোনাজাল জব্দ করতে সক্ষম হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মেহেদী হাসান এবং সদরপুর থানা পুলিশের একটি চৌকস দল।
পরবর্তীতে বাঁধের নিকটবর্তী অবৈধভাবে স্থাপিত ৭০০-৮০০ মিটার চায়না দুয়ারী জাল ও ১০০০-১২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত জাল চন্দ্রপাড়া ঘাটে বিধি মোতাবেক বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত উৎসুক জেলে ও জনতার মাঝে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ এর লিফলেট বিতরণ করে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর।
উপজেলা মৎস্য দপ্তর মারফত জানা যায়, জাটকা ধরা বন্ধ করে জাল ভরে ইলিশ তোলার মাধ্যমে দেশের জনগণের নাগালের মাঝে জাতীয় মাছ ইলিশ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা তৈরিকরণে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর অঙ্গীকারবদ্ধ।