(ছেলে ধরা ) তথাকথিত শিশু ছিনতাইকারী ।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জামতৈলের পাশের গ্রাম মেঘুল্লার এক ৪ বছরের মেয়েকে ঝালমুড়ির প্রোলোভন দেখিয়ে ছিনতাই করার উদেশ্যে এক শিশু ছিনতাইকারি এলাকায় ঢুকে।
৪ বছরের মেয়েকে মুড়ি কিনে দেয় এবং কিছুক্ষণ পরে কোলে নিয়ে দৌড় দেয়, তখন এলাকার কিছু লোক তাঁকে ধাওয়া করে। পরে গ্রামের ভিতরে আসলে তাঁকে এলাকার কিছু যুবক তাকে আটক করে। পরে এলাকাবাসী থানায় খবর দিলে,কিছুক্ষণ পরেই পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।