সরিষাবাড়ীতে জন্মদাতা পিতাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে ছেলে মোয়াজ্জেম
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে জন্মদাতা পিতাকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের স্থল পূর্বপাড়া গ্রামে কাঠাল গাছের ডাল কাটাকে কেন্দ্র করে পিতা মোঃ সুরুজ মিয়াকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে ছেলে মোয়াজ্জেম হোসেন।মোয়াজ্জেম হোসেনের ১০ শতাংশ জমি আকবর হোসেনকে বর্গা দিলে ওই জমিতে সে আখের চাষ করে।জমিতে কাঠাল গাছের ডাল এসে পড়ায় সেটি বারবার কাটতে বললেও সুরুজ মিয়া কাটেনি।পরে মোয়াজ্জেম হোসেন বর্গাদার আকবরকে দিয়ে গাছের ডাল কাটায়।পরে সুরুজ মিয়া প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে মোয়াজ্জেম হোসেন পিতা সুরুজ মিয়াকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে।এ সময় উভয় পক্ষের মাহবুব আলম জিঠু, মোয়াজ্জেম হোসেন ও তার স্ত্রীসহ ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে।গুরুতর আহত সুরুজ মিয়াকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া বলেন,বিষয়টি শুনেছি,এখনো কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।