লামায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহি বাস দুর্ঘটনা আহত ২৫
মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামার মিরিঞ্জা এলাকায় পর্যটক বাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯ টায় লামার মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় এই দুর্ঘটনা হয়।
৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা সবাই লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজানের বাসিন্দা।
ঈদ পরবর্তী পারিবারিক ভ্রমণে তারা লোহাগাড়ার আধুনগর থেকে ঈগল পরিবহনের একটি মিনিবাসে করে লামায় আসছিলেন। যাত্রাপথে লামার মিরিঞ্জা এলাকায় মাদানীনগরে বাসটির ব্রেক কাজ করছিল না। নিরুপায় হয়ে চালক বাসটি গাছের সাথে ধাক্কা দেয়। বাসে থাকা নারী ও শিশুসহ মোট ২৫ জন আহত হয়। বাসে ৩২ যাত্রী, দুইজন ড্রাইভার ও হেলপার ছিল।
দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া
ডা. মো. সোলেমান আহমদ
আবাসিক মেডিকেল অফিসার
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বলেন
দুর্ঘটনায় আহত ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে গুরুতর আহত ৩ জনকে
উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার হয়েছে।