হবিগঞ্জের বানিয়াচংয়ে ছুরিকাতে যুবক নিহত
মীর দুলাল বিশেষ প্রতিবেদক:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামে মাসুম মিয়া (২০) কে ছুরিকাঘাতে হত্যা!
নিহত মাসুম কাগাপাশা ইউনিয়নে হায়দারপুর গ্রামের কবির মিয়ার ছেলে।
বুধবার (২ এপ্রিল২৫) ইং সকাল সাড়ে ১০টার দিকে বানিয়াচং থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা জানান, মাসুম মঙ্গলবার রাত ৯টার দিকে কাগাপাশা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তায় কে বা কারা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে দায়িত্বরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন।
রাত ১২টার দিকে সেনাবাহিনী ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মাসুমের মরদেহ থানায় নেওয়া হয়। সকালে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের বরাতে ওসি আরও জানান, মাসুম রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়ি ফিরলেও কে বা কারা ছুরিকাঘাত করেছে তা জানানোর আগেই জ্ঞান হারিয়েছিলেন।
পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।