মার্চ ২৮, ২০২৫, ১০:৪১ পি.এম
গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন’র ঈদ উপহার

গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন'র ঈদ উপহার
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে এবারো প্রতিবন্ধীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) ফাউন্ডেশনের পক্ষ হতে দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট সংলগ্ন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা'র কার্যালয়ে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান হোসেন।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. আয়নাল আহসানের সঞ্চালনায় উপস্হিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত সফল প্রতিবন্ধী ব্যাক্তি মো. রকিবুল ইসলাম, সহ-সভাপতি সিদ্দিক সরদার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম সহ হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি পোলার চাউল,১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, মাসকালাই ডাল, গুড়োদুধ এবং শাড়ী ও লুঙ্গি।
হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান হোসেন জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সন্তান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইনের নামে গঠিত হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে শিক্ষা,চিকিৎসা, খাদ্য সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি সহ নানা বিষয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারের ঈদে উপজেলার ৫০ জন প্রতিবন্ধীর মাঝে নারী-পুরুষের মাঝে নতুন পোশাক ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
উল্লেখ্য, এরআগে গত বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সংগঠনের পক্ষ থেকে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে বাছাইকৃত ৮০০'শ অসহায় পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM