মার্চ ২৫, ২০২৫, ৬:৩৫ পি.এম
গোয়ালন্দে পুলিশি অভিযানে একটি ভ্যান ও ৯ টি চার্জারসহ গ্রেফতার-১

গোয়ালন্দে পুলিশি অভিযানে একটি ভ্যান ও ৯ টি চার্জারসহ গ্রেফতার-১
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পাশে পুড়াভিটা নামক স্থান হতে একটি ব্যাটারি চালিত ভ্যান ও ৯ টি ভ্যানের চার্জারসহ একজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন, রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড খানখানাপুর রেলস্টেশন এলাকার বাসিন্দা মৃত সিদ্দিক শেখের ছেলে মো. সোহান শেখ (২১)।
থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় নিয়মিত পুলিশি অভিযান পরিচালনা করা সময় গোয়ালন্দ ঘাট থানার এসআই (নিঃ) মো. সেলিম মোল্ল্যা সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৫ মার্চ রাত সাড়ে ৩ ঘটিকার সময় দৌলতদিয়া পুড়া ভিটা শহিদ এর হোটেলের সামনে হতে উপরোক্ত মালামালসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করে।
এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM