বিমানবন্দর থেকে ফার্মগেট মাত্র ৩৫ টাকায়।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে লোকাল বাস চলাচল শুরু হয়েছে। এ রোডে বিআরটিসির ৮টি বাস যাত্রী সেবা দিবে। ১৮ সেপ্টেম্বর বেলা ১১টায় মানিক মিয়া এভিনিউ থেকে এ সেবার উদ্বোধন ঘোষণা করা হয়।
বিআরটিসি বাস ব্যবহারকারী লোকাল যাত্রীরাও এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল উপভোগ করতে পারছেন। ৩৫ টাকায় ১২ মিনিটে গন্তব্যে পৌছে যাবে সাধারণ যাত্রীরা। টোলের টাকা বিআরটিসি কর্তৃপক্ষ পরিশোধ করলেও এর জন্য ভাড়ার অতিরিক্ত কোনো টাকা নেওয়া হবে না।
এক্সপ্রেসওয়েতে প্রতিটি বাসকে ১৬০ টাকা টোল দিতে হলেও খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকাই থাকছে। আর জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটার রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা দাঁড়াচ্ছে। ই-টিকিটিং ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেওয়ার সুযোগও হবে না।