কিশোরগঞ্জে থাই জুয়া ও ভিসা চক্রের চার সদস্য গ্রেফতার।
মোঃ সবুজ মিয়া কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা আত্মাসাৎ করা একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
এই চক্রটি কানাডিয়ান থাই জুয়া ও নকল ভিসা পাসপোর্ট এবং বিদেশগমনের জন্য প্রয়োজনীয় ভুয়া কাগজপত্র তৈরি করে প্রবাসীদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। বিভিন্ন সামাজিক মাধ্যমে বিঙাপন দিয়ে তারা দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে (২১)মার্চ রাত আনুমানিক ২ টা ২৫ মিনিটে কিশোরগঞ্জ থানার পুলিশ বাড়িমধুপুর ফুলবাড়ি কাচারাস্তা সংলগ্ন জনৈক মনিয়ার মিয়ার নির্মাণাধীন ভবনে সেনাবাহিনী ও পুলিশ যৌত অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও গোপন সুত্রের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উত্তর দুরাকুটির বাসিন্দা জাহাঙ্গীর আলম, সৈয়দপুর থানার কামারপুকুর গ্রামের রাফি হোসেন রিপন, কিশোরগঞ্জের ছিটরাজীব গ্রামের মুন্না ইসলাম,এবং মধুপুর কুটিয়াল পাড়ার আইনুল ইসলাম।
তাদের কাছ থেকে থাই জুয়া ও ভিসা প্রতারণার বিভিন্ন আলামত ও দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ অনুযায়ী মামলা দায়ের করে আজ সকালে জেল হাজতে পাটানো হয়েছে