নূরানী তালিমুল কুরআন হামিউস্ সুন্নাহ মাদরাসা পরিদর্শন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ছোট চৌহালীতে ১৩ তারিখ বুধবার দুপুর ২ টায়
নূরানী তালিমুল কুরআন হামিউস্ সুন্নাহ মাদরাসা পরিদর্শন করেন মা আলো ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি লন্ডন প্রবাসী হেদায়েতুল ইসলাম মাছুম।
পরিদর্শন পর মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে করে বলেন, আইটির উপরে তাদের চর্চা এবং তাদের ডিপ্লব করার জন্য মাদ্রাসায় একটা কম্পিউটার দেওয়ার ঘোষণা করেন। এতে করে মাদ্রাসার ছাত্রছাত্রীরা তাদের কম্পিউটার প্রতি ধারণা থাকে এবং তারা যেন ইংলিশ এবং আধুনিক চর্চার সাথে যেন তারা একটা নতুন শিক্ষার জ্ঞান লাভ করতে পারে ।
তিনি আরো বলেন কিভাবে এই চরের শিশুদের এবং ইসলামের যে শিক্ষা এবং আমাদের দিনে যে শিক্ষা তারা যেন এই শিক্ষার থেকে বঞ্চিত না হয়। সেই ক্ষেত্রে আমি সব ধরনের সহযোগিতা করে যাবো। বর্তমান করে যাচ্ছি আল্লাহ আমাকে যদি হায়াতে বাঁচিয়ে রাখেন এবং সামনে আমি তাদের জন্য আর অনেক কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এসময়ে মা আলো ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা: শাহ আলম সরকার, সন্মানিত মোহতামিম হাফেজ, মিজানুর রহমান,সন্মানিত শিক্ষক,মাইদুল ইসলাম,শামীম রেজা বক্তব্য রাখেন।