সুলতানপুর ইউনিয়ন পরিষদে আশিকুর রহমানের নেতৃত্বে স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা ও র্যালী
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালন করা হয়েছে।
রবিবার (১৭সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে ১২নং সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যান এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্মেলন কক্ষে। ওইসময় চেয়ারম্যান আশিকুর রহমান সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সচিব ইউনিয়ন ৯ ওয়ার্ডের সকল সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।