আগামী ২৬ শে সেপ্টেম্বর রাজশাহী মহানগর যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে ১৫ ন : ওয়ার্ড যুবলীগের আয়োজনে বিশেষ কর্মীসভা ১৬ সেপ্টেম্বর শনিবার রাতে নগরীর সপুরা ছয়ঘাটি এলাকায় এক সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন ১৫ ন: ওয়ার্ড যুবলীগ সভাপতি মাহবুবুল হক ( জনি) । সভা পরিচালনা করেন ১৫ ন: ওয়ার্ড যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ।
সভায় ওয়ার্ড সভাপতি মাহবুবুল হক ( জনি) বলেন, দীর্ঘ কয়েক বছর পর যে সম্মেলন হতে যাচ্ছে আমরা দেখিয়ে দিতে চাই যুবলীগ একটা সুশৃঙ্খল সংগঠন । বিভেদ ভুলে একজোট হয়ে সম্মেলন সফল করতে যা যা দরকার তাই করবো । এ বিষয়ে তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীরা রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মুকুল শেখকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই । অত্যন্ত পরিশ্রমী ও কর্মীবান্ধব এই দুই যুব নেতা ৩৭ টি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের কর্মসংস্থানের ব্যাবস্থা ও তৃণমূল নেতাকর্মীদের বিপদে সবসময় পাশে থাকার মনমানসিকতা ও চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে নেতা কর্মীদেরকে সহযোগিতা যা ইতিমধ্যেই তৃণমূলের নেতাকর্মীরা প্রমাণ পেয়েছে । সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ,এইচ,এম, খায়রুজ্জামান লিটনের বিশ্বস্ত ভ্যানগার্ড মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক
তৌরিদ আল মাসুদ রনি ও সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ ।