হে প্রিয় ছোট বোন আছিয়া
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
হে প্রিয় ছোট বোন আছিয়া,
তোমার মৃত্যুতে
প্রকম্পিত হয়েছে বাঙালির হৃদয়।
কুটি প্রান কেঁদেছে
তোমার রক্তাক্ত দেহ দেখে।
প্রশ্ন উঠেছে জনতার হৃদয়ে
তুমি কেন স্তব্ধ রয়েছো চিকিৎসালয়ে।
হে প্রিয় ছোট বোন আছিয়া-
তোমাকে ধর্ষন করেনি,
ধর্ষণ করেছে প্রিয় জন্মভূমিকে।
তোমাকে রক্তাক্ত করেনি,
রক্তাক্ত করেছে জনতার হৃদয়কে।
বিবেকের কাছে মোরা প্রশ্নবিদ্ধ
তুমি চলে গিয়েছো পরপারে,
তুমি যুগের শ্রেষ্ঠ সন্তান
হে প্রিয় বোন, তুমি বাংলার অহংকার।
তুমি শহীদ হয়েছো
চলে গিয়েছো চিরনিদ্রায়,
আজ থেকে তুমি মুক্ত
পরতে হবে না আর শকুনের থাবায়।
হে প্রিয় ছোট বোন আছিয়া,
তোমার নির্যাতিত মৃত্যুতে
যে প্রতিবাদের আগুন জ্বলেছে জনতার হৃদয়ে।
সেই আগুন হবে দাবানল,
পুড়াবে সকল নরপশুদের কে।
তুমি মরনি-চির অমরত্ব অর্জন করেছো,
ফেলানীর মত যুগের পর যুগ
এই জাতি তোমাকে স্মরণ করবে,
তুমি লেখকের কলমের ভাষায়
প্রতিবাদের দাবানল হয়ে জ্বলবে।
তুমি ফুলের মত ফুটবে
কবিতার ছন্দে,
নরপশুদের আতঙ্ক হয়ে রুখবে।
তুমি অমর চির অমর
প্রতিবাদের উত্তাল জাকরণ,
তোমার খুনিদের দিতে সাজা
প্রয়োজনে সংগ্রাম চলবে আমরণ।
আমরা পারলাম না তোমাকে বাঁচাতে
ক্ষমা করে দিও আমাদের,
হে প্রিয় বোন জনতার আদালতে
বিচার হবে তোমার খুনিদের।