নওগাঁর পত্নীতলায় এক ভুয়া বিজিবি সদস্য আটক
জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নে আব্দুল কাদের নামে এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে স্থানীয় জনসাধারণেরা,পরে পত্নীতলা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আটক করে তাহাকে। আজ শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার ঘোষণগর ইউনিয়নে এই ঘটনা ঘটে । পত্নীতলা থানা ও স্থানীয় এলাকাবাসীর সুত্রে জানাগেছে পত্নীতলা থানার ঘোষনগর ইউনিয়নের ঘোষণগর গ্রামে বিজিবি সদস্য পরিচয়ে বিয়ে করতে এসে জনসাধারণের হাতে আটক হন তিনি । স্থানীয় এলাকাবাসী ও পত্নীতলা থানা সুত্রে জানাযায় ভুয়া বিজিবি সদস্য পরিচয়ে বিয়ে করতে আসা আব্দুল কাদের একই জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের মৃত্যু সেকেন্দার আলী ছেলে, সাধারন জনগনের হাতে আটক হন তিনি । পত্নীতলা থানা পুলিশ খবর পেয়ে তাহাকে আটক করে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান জানান এই ঘটনায় থানায় একটি মামলা রুজু করা প্রস্তুতি চলছে।