ইসলামী ব্যাংক হাসপাতাল,লক্ষিপুর রাজশাহীর ইফতার ও সাধারণ সভা
স্টাফ রিপোর্টার:
ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী লক্ষ্মীপুর শাখার উদ্যোগে কর্মরত সকল জনশক্তিদের নিয়ে সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট অধ্যাপক ডাক্তার মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে শুক্রবার হাসপাতালের কনসাল্টেশন সেন্টারে আয়োজিত সাধারণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড.মুহাম্মদ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংক ফাউন্ডেশন রাজশাহীর ডাইরেক্টর এডমিন মোঃ ইমাজ উদ্দিন মন্ডল, ইসলামী ব্যাংক রাজশাহী লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মোঃ নাজমুল ইসলাম, নিউ মার্কেট শাখার ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন, কার্ডিও ভাস্কুলার সার্জন ডাক্তার মোঃ বদরুজ্জামান।
কুরআন নাজিলের মাসে প্রধান অতিথি সবাই তাকওয়াপূর্ণ জীবন যাপনের জন্য আহবান জানিয়ে অন্যায় অবিচার দুর করে ইনসাফ কায়েমের আহবান জানান। এতে হাসপাতালের প্রায় চার শতাধিক কর্মচারী অংশ গ্রহণ করেন।