রাবির গবেষণা সংসদের ৩য় কার্যনির্বাহী কমিটি গঠন
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গবেষণা সংসদের ৩য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বার্ষিক সাধারণ সভার মাধ্যমে দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সকল কার্যক্রম উপস্থাপন করেন বিদায়ী সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. আজহার ইসলাম। একইসঙ্গে, বিদায়ী এক্সিকিউটিভ মেম্বাররা তাদের অভিজ্ঞতা শেয়ার করে নতুন কমিটির প্রতি শুভকামনা জানান।
সাধারণ সভায় তানজিম হাসান প্রাঙ্গন-কে সভাপতি (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স) এবং মো. নাবিল বিন জাকির-কে সাধারণ সম্পাদক (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল) হিসেবে ঘোষণা করা হয়।
১৩-ই মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫ টায় রাবির সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২০ নং রুমে সাধারণ বার্ষিক সভা ও ইফতার মাহফিলে এ কমিটি ঘোষনা করেন দ্বিতীয় কার্যনির্বাহী সদস্যরা।
নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: সুমন আলী, সহ-সভাপতি (গবেষণা বিষয়ক): ফারজানা মাহতাব সুজানা, সহ-সভাপতি (প্রশাসনিক): ইশফাকুর রহমান ইফতি, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. ফুয়াদ হোসাইন,যুগ্ম সাধারণ সম্পাদক: মো. নাইম আশরাফ রিয়েল,দপ্তর সম্পাদক: মুসফিকা সুলতানা মিম্মা, সহ-দপ্তর সম্পাদক: শায়লা শারমিন তন্নি, অর্থ সমন্বয়ক: জোবেদাহ সুলতানা মিম, সাংগঠনিক সম্পাদক (বাহ্যিক): মো. এ.এম. সাদিক,সাংগঠনিক সম্পাদক (অভ্যন্তরীণ): মো. রিদয় হোসাইন, সাংগঠনিক সম্পাদক (গবেষণা): মো. রাকিবুল হক, সাংগঠনিক সম্পাদক (গবেষণা): আল-আমিন ইসলাম হোসাইন, ডেপুটি রিসার্চ ডিরেক্টর (স্টেম): বিজয় কৃষ্ণ দাস,ডেপুটি রিসার্চ ডিরেক্টর (নন-স্টেম): সুবর্ণা খাতুন
সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত মডারেটর ড. মো. হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক, ফোকলোর বিভাগ এবং ড. মো. ইমতিয়াজ হাসান, সভাপতি, মাইক্রোবায়োলজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এছাড়াও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. সুমন হোসাইন (সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ), রাকিবুল ইসলাম (সভাপতি, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ) এবং শাকিবুল হাসান (প্রতিষ্ঠাতা সভাপতি, রাবি গবেষণা সংসদ)।
সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।