এমন যদি হতো
মহসিন আলম মুহিন
এমন যদি হতো, ইচ্ছেগুলো পূরণ হতো নিজের মনের মতো।।
এমন যদি হতো, চাওয়ার সাথে পাওয়ার সাথে, সবই মিলে যেতো।।
এমন যদি হতো, শান্তি-সুখের জীবন হতো, দুঃখ উড়ে যেতো।।
এমন যদি হতো, দেশ জুড়ে, অন্তঃপুরে, সুখের ছোঁয়া- অশান্তি বিদায় নিতো।।
এমন যদি হতো, যুদ্ধ নয় শান্তি চাই, এই শ্লোগানে মুখরিত, আর মানব ও মানবতার জয় জয়কার হতো।।
এমন যদি হতো, চারিদিকের মানুষগুলো বুঝের মানুষ হতো।।
এমন যদি হতো, ভালবাসার স্বপ্নগুলো আশায় ধরা দিতো।।
এমন যদি হতো, সাগরের ঢেউয়েরা সদাই স্নিগ্ধ বাতাস দিতো।।
এমন যদি হতো, রোগ, শোক, ঝরা-খরা, বিদায় নিয়ে সুস্থ জীবন হতো।।
এমন যদি হতো, সবুজ গাছপালা আর পাখিরা সব বন্ধু হয়ে যেতো।।
এমন যদি হতো,আকাশ-বাতাস, ঝর্ণা-পাহাড়, নদী-নালা, আপন করে নিতো।।
এমন যদি হতো, ডানা পেতাম, উড়াল দিতাম বলাকার-ই মতো।।
এমন যদি হতো, হিংসা বিবাদ মিটে যেতো সরল রেখার মতো।।
এমন যদি হতো, সংসারের মানুষগুলো বুঝতো অবিরত, চলতো আদব মতো।।
এমন যদি হতো, শেষ বিদায়ে কাঁদতো মানুষ, নিজে হেসে হেসে গত।।
এমন যদি হতো, পাপ মুক্তো জীবন হতো, প্রভুর চাওয়ার মতো।।