বকশীগঞ্জে উপজেলা বিএনপির নবাগত কমিটি গঠন
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার
সম্মেলনের ২৩ দিন পর বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেছে জেলা বিএনপি। সভাপতি পদে মনোনীত হয়েছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মানিক সওদাগর, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম প্রিন্স। ১২ মার্চ বুধবার দিবাগত রাতে কমিটির অনুমোদন দেওয়া হয়। একই দিন বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে। পৌর বিএনপির সভাপতি মনোনীত হয়েছেন জামালপুর জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আনিসুজ্জামান ও সাধারণ সম্পাদক হয়েছেন বকশীগঞ্জ শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার এবং সাংগাঠনিক সম্পাদক নির্বা।চিত হয়েছেন সাংবাদিক শাহজাহান পারভেজ শাহীন । উল্লেখ্য গত ১৮ ফেব্রুয়ারি বকশীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ডাকা হয়। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনকে কেন্দ্র করে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ও সাবেক আহবায়ক মানিক সওদাগরের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা দুই গ্রুপে বিভক্ত হয়। সম্মেলনের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপই বিভিন্ন কর্মসূচী পালন করে। ফলে ১৮ ফেব্রুয়ারি সম্মেলনে কমিটি ঘোষনা করা হয়নি। সম্মেলনের ২৩ দিন পর ১২ মার্চ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়।