মার্চ ১১, ২০২৫, ৭:৫৩ পি.এম
গোয়ালন্দে ইয়াবা, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ গ্রেফতার-১

গোয়ালন্দে ইয়াবা, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ গ্রেফতার-১
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে মাদক, চোরাই স্বর্ণালংকার, রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী ঝিনাইদহ জেলা ও থানার বিষয়খালী খন্দকার পাড়া গ্রামের আওয়ালের ছেলে সজল (৩৭)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নিঃ) সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন খোকন এর চায়ের দোকানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর হতে তাকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১০০'শত পিছ ইয়াবা ট্যাবলেট, সুমি জুয়েলার্স লেখা স্বর্ণলংকার রাখার ব্যাগের মধ্যে ছোট-বড় স্বর্ণের আংটি ৬টি, স্বর্ণের দুল ১৮টি, লকেট ৩টি, ব্যাসলেট ১টি, পায়েল ১টি, কানটানা ১টি, পাথরের নাকফুল ৫টি ও বিভিন্ন ধরনের নাকফুল ১৪টি, মৌ নাকফুল ২টি, নথ ২টিসহ স্বর্ণের সর্বমোট পরিমান ৫ ভরি ৪ আনা ৫ রতি। ০.৭ ভরি ৭ আনা ৪.৭ রতি পরিমাপে ১টি রূপার আংটি ও ১টি রেজিষ্ট্রেশন বিহীন Apache RTR ব্লু কালারের মোটরসাইকেল, নগদ ৮ হাজার টাকা, ১টি পুরাতন VIVO এ্যানড্রোয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, চুরি সহ মোট ৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে আসামীকে রাজবাড়ী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM