হবিগঞ্জের বানিয়াচং সড়কে শুটকি ব্রিজে প্রাইভেটকারে ডাকাতি আহত ৩!
মীর দুলাল বিশেষ প্রতিবেদক!
হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুটকি ব্রিজ এলাকায় দুই প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
সোমবার( ১০ মার্চ২৫) ইং রাত ৭,৩০মিনিটে শুকরি ব্রিজ এলাকায় এ ঘটনা টি ঘটে!
স্থানীয় সুত্রে জানা যায় হবিগঞ্জ বানিয়াচং সড়কের শুটকি ব্রিজে
ডাকাত দল তাদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ডাকাতের হামলায় গাড়ি চালক শ্যামলী এলাকার বাসিন্দা তানভীর আহমেদ আহত হন।
সন্ধ্যা রাতে এমন ঘটনায় ওই সড়কে চলাচলকারীদের মাঝে আতংক বিরাজ করছে।
হবিগঞ্জ শহরের বাসিন্দা পর্তুগাল প্রবাসী মারুফ রাজ ও নেদারল্যান্ড প্রবাসী আব্দুল হান্নান, তার ছোট ভাই এবং মা বানিয়াচংয়ে তাদের আত্মীয়ের বাড়িতে ইফতার শেষে শহরে প্রাইভেট কারে ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছলে ৪-৫ জনের একদল মুখোশধারী ডাকাত তাদের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় চালক বাঁধা দিলে তাকে সহ ৩ জান কে পিটিয়ে আহত করে।
ঘটনার পর পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানান, এখনি বলা যাচ্ছে না এটি ডাকাতি নাকি অন্য কিছু।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরবর্তীতে আইগত ব্যবস্থা নেয়া হবে।