হায়রে প্রেম
মহসিন আলম মুহিন
হায়রে প্রেম, আহারে, হায়রে মায়া-
ইস পুড়ে পুড়ে উঠে যেন কালোধোঁয়া।।
কলম আঁকে না, মাঝেতে কালি নাই,
বন্ধুত্ব জমে না, মনটা যে খালি নাই।।
পূজার্চনা বন্ধ, ফুল-ফলের ডালি নাই,
পেটেতে আগুন জ্বলে, ভাতের থালি নাই।।
ভ্রমরা আজ ঘোমরা-ফুলের সুভাষ নাই,
গাছেরা ন্যাড়া সব মাথাতে' চুল নাই।।
অকাজে আছে লোক, কাজেতে কেউ নাই,
মুখে আছে প্রেমগীতি, হৃদয়ে প্রীতি নাই।।
দুঃখের সাগর আছে, শান্তির নহর নাই,
ফাঁকা মুখের বুলি আছে, আশার ঝুলি নাই।।