রাজশাহীর ঐতিহ্যবাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তি
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী
নানা আয়োজনে রাজশাহীর ঐতিহ্যবাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এর ১০০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গনে শত বছর পূর্তি অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে স্কুল ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে উঠে।৷ শত বছর পূর্তি অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে অনেক প্রবীণ শিক্ষার্থীও সমবেত হয়েছেন। নবীন প্রবীণ এই মিলিয়ে ঐতিহাসিক মিলনমেলায় পরিনত হয় ক্যাম্পাস।
শতবর্ষ উৎসব পালন উপলক্ষে বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের সমন্বয়ে বের করা হয় এক বর্ণাঢ্য র্যালি। র্যালিটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা পদক্ষেপ শেষে স্কুলে এসে শেষ হয়।
আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ কমিশনার আবু সুফিয়ান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আখতার জামিল, জেলা প্রশাসক আফিয়া আক্তার।
শত বছরের এই মিলন মেলায় প্রাক্তন ও বর্তমান মিলে অসংখ্য ছাত্রী অংশগ্রহণ করেন।