ভোলার রামদাসপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবীন শিক্ষার্থী ও বিদায় শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, ভোলা: ভোলার ঐতিহ্যবাহী রামদাসপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত নবীন শিক্ষার্থীদের ছবক প্রদান ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২৪শে ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০ ঘটিকার সময়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার মাওলানা বাদশা আলম সাহেব, অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী তেলাওয়াত করেন ভোলার স্বেচ্ছাসেবী সংগঠন "পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার প্রচার সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের বিদায়ী ছাত্র হাফেজ মোহাম্মদ নাঈম হাসান"।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি তার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এবং সভাপতি বলেন, অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা করেন আমাদের রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম মাওলানা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জবের আল মাদানী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যে সকল শিক্ষকরা শিক্ষকতা করেছেন তাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছেন। তাদের রুহের মাগফেরাত ও যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
তিনি আরো বলেন এবছরের ব্যাচটি অত্র প্রতিষ্ঠানের ৬৫ তম ব্যাচ প্রতিবছরই অত্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সম্মানজনক রেজাল্ট অর্জন করেন এবং এ বছরে যেন সম্মান জনক রেজাল্ট অর্জন করতে পারে। সেই আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বিষয়ক উপদেশ প্রদান করেন। এবং বিদায়ী হওয়া ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন উপদেশ প্রদান করেন। এবং সর্বশেষ বিদায়ী কাফেলাকে ক্ষমা ব্যক্ত করেন। এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে তার সংক্ষিপ্ত আলোচনাকে সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাওলানা শামসুদ্দিন কাসেমী সাহেব, মাওলানা আব্বাস উদ্দিন, আরিফ হোসেন পান্না স্যার, মোঃ হাসনাইন আহমেদ, ভোলা কলেজের মেধাবী ছাত্র মোঃ হাবিবুর রহমান`সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক নাসির উদ্দিন সাহেব।
উক্ত অনুষ্ঠানের সর্বশেষ সবক প্রদান ও আখেরি মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। অত্র প্রতিষ্ঠানের সহকারী মৌলভী মাওলানা ফরিদ উদ্দিন সাহেব, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা নূর মোহাম্মদ সাহেব।