রক্ত রঞ্জিত একুশ আমার
সে তো ভুলে যাবার নয়?
পূর্ব দিগন্তে সূর্যের আলোতে
তোমার ছেলেরা ছায়া হয়ে রয়।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলায় কথা বলি,
এ ভাষা আমার প্রাণের ভাষা
মনের সুখে চলি।
কার কাছে এতো সাহস
ছিনিয়ে নিয়ে যাবার ?
ধ্বংস করে দিয়েছি ওদের
এ ভাষা তোমার আমার।
সন্তান মোরা তোমার, আমরা
পরম শান্তি পাই,
করুণ দৃষ্টিতে কেঁদো না মা
আমারা তো মরি নাই।
রক্ত রঞ্জিত একুশ আমার
যুগে যুগে থাকবে স্মরণে
বাংলা ভাষা স্বাধীন করেছি
এ রক্ত বৃথা যায়নি অকারণে।
আমার ভাই সালাম, রফিক,
বরকত সহ অনেকের রক্তে
রঞ্জিত এ একুশ আমার
অহংকার,
আমি জব্বার তোমার সন্তান
মা গো ভুলবে না বাংলার মানুষ
আজীবন শহীদ স্মরণে থাকবো
স্বার্থক জীবন আমার।
দেহ চলে গেছে রক্ত রঞ্জিত হয়ে
মা গো নেই কোন কষ্ট মোদের
স্মৃতির স্মরণে শহীদ আমরা
আফসোস নেই আমাদের।
অ, আ, ক, খ, বর্ণমালা চলবে
যুগ যুগ ধরে থাকবে অনায়সে
আমার মায়ের ভাষা বাংলা ভাষা
আজ মর্যাদা পেলো সারা বিশ্বে।
স্বপ্ন আমার পূরণ হলো মাগো
ভাষা যুদ্ধে বিজয় হলাম তোমার
আশীর্বাদ পেয়ে,
এই রণক্ষেত্রে তোমার আমার
ভাষার জন্য রক্ত দিতে পেরেছি
শহীদ হয়ে।
পুষ্পাঞ্জলি নিয়ে প্রভাতে সবাই
মোদের স্মরণে কেউ বাদ দেইনি
মনে শান্তি পাই মা, আমি জব্বার
" মাগো তোমায় ছেড়ে যাইনি"।।