ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ১১:৫৪ পি.এম
বসন্ত এলো – আব্দুস সাত্তার সুমন

বসন্ত এলো বসন্ত এলো
আরেকটি বছর ঘুরে,
মিলেছে ডানা প্রকৃতির কুলে
বাংলার ভুবন জুড়ে।
শীত চলে যায়, বসন্ত আসে
পালাবদলের মেলা,
শুকনো পাতা ঝরে যাবে
নতুন পাতার খেলা।
সবুজ রংয়ের সমাহারে
শত রংয়ের জীবন,
বসন্ত কন্যা রূপবতী
রাঙিয়ে দেয় ভুবন।
ফাল্গুনেরই ফুলের সাজে
ফেব্রুয়ারি মাসে,
বৈশাখীরি হাওয়া যেন
ছুটে চলে আসে।
বয়ে নিয়ে আসবে দেশে
কল্যাণ অবিরত,
গ্লানি যত দূর হয়ে যাক
হাজার কলুষিত।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM