চন্দনাইশে জামায়াত ইসলামীর দায়িত্বশীল সমাবেশ
নুরুল কবির স্টাফ রিপোর্টার্স চট্টগ্রাম
চট্টগ্রাম-১৪ সংসদীয় আসন (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সাঙ্গু কনভেনশন হলে জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর জাফর সাদেক।
বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বায়তুলমাল সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, শুরা সদস্য মাওলানা আইয়ুব আলী, সাবেক কর্মপরিষদ সদস্য মোহাম্মদ সাইফুদ্দীন, চবি শিবিরের সাবেক সভাপতি নাছির উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ আরমান, সাংগু সাংগঠনিক থানার সাবেক আমীর ডা: আব্দুল জলিল, চন্দনাইশ উপজেলার আমীর মুহাম্মদ কুতুব উদ্দিন, সাংগু থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম।
সমাবেশে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে আগামী সংসদ নির্বাচনের জন্য জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডা: শাহাদত হোসাইনকে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।
সাংগু থানার সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় সমাবেশে দারসুল কুরআন পেশ করেন অধ্যাপক আমীরুল ইসলাম।
উপস্থিত ছিলেন- চন্দনাইশ উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, কালিয়াইশ ইউনিয়ন জামায়াতের সভাপতি সাংবাদিক আবুল বশর সিদ্দিকি, চন্দনাইশ উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাস্টার নুরুল হুদা প্রমুখ।