ফেব্রুয়ারী ১৪, ২০২৫, ১:০১ এ.এম
ধামইরহাটে জাতীয় উদ্যানে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সেমিনার উদ্বোধন

ধামইরহাটে জাতীয় উদ্যানে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সেমিনার উদ্বোধন
রিপোর্টার ছাইদুল ইসলাম ঃ নওগাঁর ধামইরহাটে রাজশাহী সামাজিক বনবিভাগের আওতায় পাইকবান্দা রেঞ্জের ধামইরহাট বনবিটের আয়োজনে আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকায় জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ ও ট্যুরিষ্ট গাইড তৈরী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল দশটায় ধামইরহাট বিট অফিস চত্বরে পত্নীতলা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহানের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
সেমিনারে সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যাক্তিবর্গের সমন্বয়ে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ সেমিনার এবং সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আলতাদিঘী জাতীয় উদ্যানের জন্য পরিবেশবান্ধব ইকোট্যুরিজম ব্যবস্থাপনা ও ট্যুরিষ্ট গাইড তৈরী বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্, সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম ফরহাদ জাহান লিটন, বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, বনবিট কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, আলহিল মাহমুদ চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান, জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলী খাতুন, মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার, আহবায়ক কমিটির সদস্য শাহিনা ইয়াসমিন প্রমুখ।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM