ভোলার মেঘনা নদী থেকে চাঁদাবাজ আটক
জেলা প্রতিনিধি, ভোলা ঃ ভোলায় মেঘনা নদীতে কলগেটের পথ দেখানোর নামে চাঁদাবাজি করার সময় শ্রমিক ফেডারেশনের ৪ ব্যক্তিকে আটক করেছেন ভোলা সদর পূর্ব ইলিশা নৌ-পুলিশ। অদ্য রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার সময় মেঘনা রামদাসপুর এলাকা থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয় ইলিশা নৌ-পুলিশ।
পুলিশি সূত্রে জানা যায়, ভোলার মেঘনা নদীতে বালগেট থেকে চাঁদাবাজি করছে কতিপয় ব্যক্তি এমন তথ্যের ভিত্তিতে দুপুর বেলা ১২ টার দিকে রামদাসপুর এলাকায় অভিযান চালিয়ে নৌ-পুলিশের ওসি শাহীন উদ্দিনের নেতৃত্বে একটি টিম। এসময় শ্রমিক ফেডেশনের ৪ চাঁদাবাসকে আটক করেন।
আটককৃতরা হলেন, শাহাবুদ্দিন, ফারুক সরদার, হানিফ ও শাকিল।
নৌ-থানার ওসি শাহীন উদ্দিন গণমাধ্যমকে জানান, বালগেট থেকে চাঁদা দাবি করছে শ্রমিক ফেডারেশন নামে কতিপয় কয়েকজন ব্যক্তি। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করেন নৌ-পুলিশ।
আটকৃতদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান থানা কতৃপক্ষ।