নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
শহিদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি ঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে বরিবার বিকালে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মাসতোরা নামক ৩ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বামনগাঁও গ্রামের মাসুদ রানা (১০ সেপ্টেম্বর) রবিবার বিকেল ৩টার দিকে ঘরের বারান্দায় তার ব্যাটারী চালিত ইজিবাইক চার্জ দেয়া দিচ্ছিল। এ সময় তার মেয়ে মাসতোরা বারান্দায় ইজিবাইকে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন মাসতোরাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৪টার দিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌরভ ঘোষ শিশুটিকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামের সাথে যোগাযোগ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।