বগুড়া অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিশেষ প্রতিনিধি ঃ শ্রমিকলীগ নেতা ও আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি একাধিক মামলার আসামি অস্ত্রসহ মনিরুল ইসলাম মনি (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে সদর থানা পুলিশ শহরের কামারগাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানা সূত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
রবিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত মনি শহরের কামারগাড়ী এলাকার মৃত ইব্রাহীম শেখের পুত্র।