নেত্রকোণা সদর উপজেলার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্টাতা মরহুম মোঃ জাহেদ আলী স্যারের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১সেপ্টম্বর) দুপুরে মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃপক্ষ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভাটি বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রানেশ চন্দ্র সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, অধ্যাপক হুমায়ুন কবির, নেত্রকোণা জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মারুফ হাসান খান অভ্র, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বারেক, পদ্মা ব্যাংক লিমিটেড নেত্রকোণা জেলা শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানসহ শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
পরে আলোচনা শেষে বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্টাতা মরহুম মোঃ জাহেদ আলী স্যারের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্টাতা মরহুম মোঃ জাহেদ আলী স্যার ১৯৬৫ সালে অত্র স্কুল প্রতিষ্টা ও স্কুলের জমি প্রদান করেন। তারই ধারাবাহিকতায় বিদ্যালয়টি দীর্ঘ ৫৮ বছর যাবৎ সুনামের সাথে পরিচালনা হয়ে আসছে।