রাবিতে আরইউমুনা'র উদ্যোগে 'ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৫' শুরু ২০ই ফেব্রুয়ারি
রাবি প্রতিনিধি: জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী 'রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫' প্রোগ্রাম শুরু হচ্ছে আগামী ২০ই ফেব্রুয়ারি। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ৪টায় রাজশাহী বিশ্ববিদালত বিদালত ছায়া জাতিসংঘ সংস্থা (আরইউমুনা) -এর এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০ই ফেব্রুয়ারি শুরু হওয়া চার দিনব্যাপী এ প্রোগ্রাম আগামী ২৩ ফেব্রুয়ারি পযর্ন্ত চলবে।
এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন।
এবছর সমতা, টেকসই পাতি ও সার্বজনীন ন্যায়ের লক্ষ্যে প্রযুক্তিগত রূপান্তরের মাধ্যমে আন্তঃদেশীয় ঐক্যের উন্নয়ন' প্রতিপাদ্যে
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫ হবে। এবার ৯টি কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক কমিটিতে উত্তীর্ণ ও বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিনিধি ও শিক্ষার্থীদের জন্য থাকবে অংশগ্রহণমূলক স্বীকৃতি হিসেবে সনদ ও অন্যান্য শিক্ষামূলক সামগ্রী।
চারদিনব্যাপি এ সম্মেলনে সমাপনী অধিবেশন হবে ২৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতিসংঘ ছায়া সংসদ একটি বিতর্ক সংস্থা। জাতিসংঘের অধিবেশনে যে ধারায়
বিতর্ক হয় তার আদলেই দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতিসংঘের ন্যায় কমিটি গঠন করে ২০১৩ সাল থেকে বিতর্ক করে যাচ্ছে আরইউমুনা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উপায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণে উপযোগী করাই আরইউমুনার মূল লক্ষ্য।