ফেব্রুয়ারী ৮, ২০২৫, ২:৩৫ এ.এম
শীত বস্ত্র – মোঃমহিবুল্লাহ

বস্ত্রহীন শীতে কাতর
পথো শিশু বালক
রাখে না খোঁজ কেহ
কোনই মানব।
শীতে তারা কাঁপে
বলো কি যে বেদনা নিয়ে
মুখে তাদের করুন মায়া
ব্যাথা লাগে দিলে।
আমার তো নাই সামর্থ্য
করিব বলো কি
সারাক্ষণ ভাবি আমি
যদি পারতাম কিছুই।
এরা তো চায় বলো
আমার মতই সুখ
দূর থেকে দাঁড়িয়ে বলো
দেখব কি এদের দুখ।
ওষ্ঠে ওষ্ঠে লাগে দেখো
ঝড়ের বেগে বেগ
শীতকাতর মানুষগুলোর
কত বড়ই শোক।
সবাই মিলে নেই খোঁজ
দেখি চারপাশে
গরিব-দুঃখী অসহায় কে
বস্ত্র দিয়ে তুলে।
হাসি আমরা সবাই মিলে
গরিবের দুঃখে ধনী
সবাইকে নিয়ে বাঁচি
নতুন বাংলা গড়ি ।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM