ফেব্রুয়ারী ৭, ২০২৫, ২:১৬ এ.এম
শখের বউ বাজারে – শেখ মোমতাজুল করিম শিপলু

সাধনার ধন সাধন করে
তুলে আনি বাড়ি,
ক'দিন পরেই বিদেশ পাড়ি
শখের বউকে ছাড়ি।
অর্থ বৃত্তের মালিক হওয়ার
স্বপ্ন উঁকি মনে,
কত স্মৃতি ভাসে চোখে
অশ্রু জলের সনে।
ছেলে-মেয়ের পরিচর্যায়
যার সময় যায় চলে,
কর্তা সেজে যাচ্ছে হাটে
মন্দ লোকে বলে।
টাকা নেওয়ার ভান করে কেউ
কোমল হস্তে ঘষে,
গরীবের বউ ভাবী সবার
এইতো হিসাব কষে।
দেবর থাকে সুযোগে হায়
ডাকবে কখন ভাবী,
ফরমায়েশে মেটাতে চায়
তাহার আদিম দাবি।
বউ বাজারে বউয়ের গমন
মাস বছর যায় ভয়ে,
নিত্য আহার করতে হবে
সব অপবাদ সয়ে।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM