নওগাঁয় ডিপ-টিউবওয়ল অপারেট নিয়োগ বাতিল ও তালাবদ্ধ ডিপ চালুর দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত।
নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের মৈনম মৌজার রামপুর গ্রামের তালাবদ্ধ ডিপ টিউবওয়েল অপারেটর নিয়োগ বাতিল ও তালাবদ্ধ ডিপের সেচ চালুর দাবিতে ডিপ-টিউবওয়লের চাষিরা অপারেট নিয়োগ বাতিল ও তালাবদ্ধ ডিপ চালুর দাবিতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার বেলা ১১ টায় মান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনেই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার মৈনম মৌজার রামপুর গ্রামে অবস্থিত এই ডিপ-টিউবওয়েল। এই মানব বন্ধনে এ সময় ওই এলাকার প্রায় ৩০০ জন কৃষক এই মানব বন্ধনে উপস্থিত হন । ঐ উক্ত মানব বন্ধনে বক্তব্যে রাখেন, রামপুর গ্রামের কৃষক আবুল হোসেন, শাহিন আলম, আব্দুর রাজ্জাক, বাবুল আক্তার সহ প্রমুখ ।
উক্ত মানব বন্ধনে বক্তারা বক্তব্যে বলেন, অতি শীঘ্রই রায়পুর গ্রামের ডিপটিবিএল অপারেটর নিয়োগ বাতিল করে টিউবয়েলের তালা খুলে কৃষকদের জমিতে সেচ প্রক্রিয়া চালুর দাবি জানান। এ ব্যাপারে মান্দা উপজেলার বরেন্দ্র কর্মকর্তা মোঃ- মিজানুর রহমান বলেন ডিপ-টিউবওয়েলটি বন্ধ রাখা ব্যাবস্তা করা হয়েচ্ছে।