ফেব্রুয়ারী ৬, ২০২৫, ২:০৫ পি.এম
গোয়ালন্দে দুইদিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোয়ালন্দে দুইদিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দুইদিন ব্যাপী ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দ.) জয়ন্ত দাস।
উপজেলা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, দক্ষিণ উজানচর ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর হোসাইন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম
সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM