গুমরে কাঁদে বুকের ভিতর
কত রকম শোক,
কেমন করে বুঝাই বলো
কঠিন এতো শ্লোক।।
যায় না বলা মুখের ভাষায়
মনের যত কথা,
যায় না সওয়া মিথ্যে আশায়-
বাড়ে আরও ব্যথা।।
দিন কেটে যায় রাত আসে
দুঃখের হয়না শেষ,
কষ্ট কিছু লাগব হলেও
থাকে তাহার রেশ।।
নিত্য দিনের হাজত অনেক
কয়টা বলা যায়,
আছে যারা কাছের মানুষ
হঠাৎ ফিরে চায়।।
কেমন করে বুঝাই তাদের
এখনও অনেক রাত,
চলে না শরীর, মনেতে আঁধার
হারায় বাঁচার সাধ।।