সাতকানিয়ায় টপসয়েল কাটার দায়ে একজনকে জরিমানা
নুরুল কবির স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে মোহাম্মদ ইসমাইল (৬৪) নামের একজনকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযান পরিচালনায় সহায়তা করে উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।
দন্ডিত মোহাম্মদ ইসমাইল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার ১২ টার দিকে উপজেলার দক্ষিণ ঢেমসা,কলেজ রোডে অবস্থিত GBM ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় মালিক পক্ষের একজন মোহাম্মদ ইসমাইলকে সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান এবং আদায় করা হয়। সেই সাথে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবেনা মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, মাটিখেকোদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।