বাংলাদেশ বেতারের সকল স্তরের শিল্পীদের প্রাপ্ত সম্মানীর শতকরা ১০ ভাগ উৎস কর প্রত্যাহার ও সম্মানী বৃদ্ধির দাবিতে শনিবার বেলা ১১ টায় রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্টে স্থানীয়ভাবে শিল্পীরা মানববন্ধন করে।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের নাট্যকর শিল্প সংস্থা রাজশাহীর সভাপতি উয়াজেদ আলী খান, সঙ্গীত শিল্পী সংস্থা রাজশাহীর সভাপতি মনোয়ারুল ইসলাম বকুলসহ অন্যান্য নেতাগণ । বক্তারা বলেন, শিল্পীদের যে সম্মানী ভাতা দেয়া হয় তা অত্যন্ত নগণ্য । এ থেকে শতকরা ১০ ভাগ উৎস কর কর্তন করলে শিল্পীরা যে সম্মানী ভাতা পাবে তা অতি সামান্য । এতে করে শিল্পীদের বেতারের প্রতি অনাগ্রহ সৃষ্টি হবে । শিল্পীদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ উৎসকর কর্তনের প্রথা প্রত্যাহার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ।