ফেব্রুয়ারী ২, ২০২৫, ২:০৬ এ.এম
শীত বসন্ত – আব্দুস সাত্তার সুমন

সারি সারি খেজুর গাছ
ধানের ক্ষেতের পাশে,
ইরি, আমন রোদে দিয়ে
পাশে বসে আছে।
লাল পদ্ম বিলের ধারে
তাজা সবজির দোকান,
পশু পাখির আড্ডা জমে
সরষে ফুলের ঘ্রাণ।
মাছ ধরছে জেলে ভায়া
লাঙ্গল কাঁধে চাষা,
মাঠে মাঠে সবুজ ফসল
দেখতে দারুণ খাসা।
নীল আকাশের নিচে যেন
কাশবনেরই ছোঁয়া,
সকালবেলা মিষ্টি রসে
উঠছে যেন ধোঁয়া।
ত্তপ্ত রোদে ধান শুকিয়ে
ফসল ভরছে গোলা,
শীত, বসন্ত আসবে বলেই
ইচ্ছামতন চলা।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM