জানুয়ারী ২৭, ২০২৫, ১১:৩৭ পি.এম
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ গোয়ালন্দের কেকেএস বিদ্যালয় জেলা পর্যায়ে ফাইনালে উত্তীর্ণ

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) পর্যায়ের সেমিফাইনাল খেলায় জেলা পর্যায়ে জয় লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রথম সেমিফাইনাল খেলায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বালিয়াকান্দি স্বাবলম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। এর আগে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ২৭ জানুয়ারি ২০২৫ বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ময়দানে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক বালিকা) ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান প্রমুখ।
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM