চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা। নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
১৪৫
বার পঠিত
চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা
মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ।
চাঁপাই নবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে মোসা: ফরিদা বেগম (২২) শনিবার( ২ সেপ্টেম্বর ) সকাল ৬ টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদা বেগমের স্বামী জাহাঙ্গীর গত এক মাস থেকে কাজের জন্য নোয়াখালীতে অবস্থান করছে । সে থেকেই চার বছর বয়সি শিশুকে নিয়ে ফরিদা বেগম তার বাবার বাড়িতে বসবাস করছেন ।
শনিবার সকালে তার শিশুর চিৎকারে প্রতিবেশী বিবিরণ খাতুন ছুটে গিয়ে দেখেন ফরিদা বেগম তার নিজ ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এবং তার লাশ ঝুলছে । পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । পরে উক্ত লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন । এ বিষয়ে গোমস্তাপুর থানায় ইউডি মামলা করা হয়েছে বলে জানা যায় ।