চাঁপাই নবাবগঞ্জের নাচোলে বিনামূল্যে রাসায়নিক সার ও মাসকলাই বীজ বিতরণ। নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
১৫১
বার পঠিত
চাঁপাই নবাবগঞ্জের নাচোলে বিনামূল্যে রাসায়নিক সার ও মাসকলাই বীজ বিতরণ
মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ
২০২৩-২৪ অর্থ বছরে জরিপ – ২/২০২৩-২৪ মৌসুমে চাঁপাই নবাবগঞ্জের নাচোলে ১২০০ জন কৃদকের মাঝে মাসকলাই এর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।
(৩১ আগস্ট ) বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহা্ইমেনা শারমিন সভাপতিত্ব করেন । উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের , বিশেষ অথিতি ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর নূর, উপ সহকারী কৃষি কর্মকর্তা রাকিব হাসান উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম ।
সবশেষে উপজেলা কৃষি অফিসের তথ্যমতে জানা যায়, প্রতিজন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি রাসায়নিক সার ও ১০ কেজি ডিএপি প্রদান করা হবে ।