রাজশাহীতে টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুন নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা টেবিল টেনিস সমিতির সদস্য সচীব মো. তোহিদ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা টেবিল টেনিস সমিতির আহবায়ক, টেবিল টেনিস প্রশিক্ষক ও আন্তর্জাতিক টেবিল টেনিস আম্পায়ার জনাব এ.কে.এম. মোহায়মেনুল হক নিশান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আব্দুর রোকন মাসুম।
আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় পুরুষ, বালক ও মহিলা বিভাগে (দলগত, একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত) সর্বমোট ১০টি ইভেন্টের খেলায় ২৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। সব বিভাগের খেলার ফলাফলের ভিত্তিতে রাজশাহী ভিক্টোরিয়া ক্রীড়া চক্র ক্লাব চ্যাম্পিয়ন হয়। ক্লাবটির পক্ষ পুরস্কার গ্রহণ করেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু। টুর্নামেন্টো রানার্স আপ হয় উপশহর স্পোটিং ক্লাব। এদিন ক্লাবটির পক্ষে পুরস্কার নেন আবু হারিছ শিহাব।